প্রচ্ছদ / খবর / পানিতে ডুবে ও নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে ও নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পানিতে ডুবে এবং নছিমন চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ও বিকালে এই দুর্ঘটনা দু’টি ঘটে।

বিকাল ৫টার দিকে উপজেলার শুকদাড়া পাখির মোড় এলাকায় নছিমন চাপায় নিহত হয় শিশু অর্পন রায় (০৪)।

অর্পন উপজেলার ঘনশ্যামপুর গ্রামের বিমল রায়ের ছেলে। বাবা-মায়ের সাঙ্গে রাস্তা পার হবার সময় দুর্ঘটনার শিকার হয় সে।

ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিকাল ৫ টার দিকে বাবা-মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে পাশ্ববর্তী চুলকাটি বাজারের যাচ্ছিল শিশুটি। পথে পাখির মোড় এলাকায় পৌঁছে রাস্তা পর হবার সময় একটি নছিমন শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নছিমন চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

bagerhat-map2এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার ফকিরহাট (সদর) ইউনিয়নের পাইকপড়া গ্রামে পানিতে ডুবে শান্ত শেখ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়।

শান্ত ফকিরহাট উপজেলার পাইকপড়া গ্রামে কালু শেখের ছেলে।

কালু শেখ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, প্রতিদিনের ন্যায় পরিবারের সকলে সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এসময় শান্ত বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। সকালের কোন এক সময় খেলার ছলে সে ঘরের পাশের ডোবায় পড়ে যায়।

সবাই অনেক খোঁজাখুজি পর ডোবায় ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

০৬ আগস্ট :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ