সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুপতি এলাকায় মঙ্গলবার সকালে একটি রাইফেল উদ্ধার করেছে কোষ্টগার্ড ও বনবিভাগ।
কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. শরিফুল হক জানান, শুপতি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দস্যু মোর্ত্তজা বাহিনীর সদস্যরা জেলেদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় বনবিভাগের সদস্যদের নিয়ে অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে।
এ সময় কোস্টগার্ডও গুলি ছুঁড়লে তরা পালিয়ে যায় ।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় টু টু বোরের একটি বিদেশী বন্দুক উদ্ধার করা হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More