‘তুমি মানেই’

love.তুমি মানেই আমায়-আমি, নতুন করে পাওয়া
তুমি মানেই আমার ঠোঁটে, ভালোবাসার ছোঁয়া ।

তুমি মানেই প্রেমের ভেলা, কুলহীন বেঁয়ে চলা
তুমি মানেই উত্তাল সমুদ্র, মাতাল ঝড়ো হাওয়া ।

তুমি মানেই রজনীগন্ধা, গন্ধে তাহার মরি মরি,
তুমি মানেই সদ্য স্নান করে আসা, রুপসী কোন নারী ।

তুমি মানেই প্রেমের জোয়ার, কার খোঁজ কে বা রাখে
তুমি মানেই বিরহ আর দহন, জ্বলে আমার হিয়াতে ।

তুমি মানেই সপ্ন চোখে, খুঁজে ফেরা অতীত কথা
তুমি মানেই পথভ্রষ্ট পথিকের, ক্লান্ত সময় গোনা ।

তুমি মানেই আষাঢ়ের বর্জ, গর্জন তোমার অহংকার
তুমি মানেই তৃষ্নার্ত বুকে ভালোবাসা, আসবেই ফিরে পুর্নবার ।

>মল্লিক স্বাধীন রহমান

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !

একটি মন্তব্য

  1. what a nic pic…