প্রচ্ছদ / খবর / সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছির খালে র‌্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক বনদস্যু নিহত হয়েছে।

CrossFireনিহতের নাম আক্কাস ওরফে রহিম ওরফে জামাই (২৫)। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

র‌্যাবের দাবি, আক্কাস সুন্দরবনের দস্যু দল সাগর-সৈকত বাহিনীর প্রধান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ১৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, র‌্যাবের একটি টহল দল চরদোয়ানি থেকে সুন্দরবনের দুবলার চরের আলোর কোল যাচ্ছিল। পথে খবর আসে, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের আমগাছিয়া খালে বনদস্যুরা অবস্থান করছে।

এ খবরে র‌্যাব-৮ এর টহল দলটি আমগাছিয়া খালে প্রবেশ করলে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় পৌনে এক ঘন্টা গুলিবিনিময়ের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে গুলির শব্দ থেকে গেলে স্থানীয় জেলেদের সাথে নিয়ে ঘটনাস্থল তল্লাসি করে একটি মৃতদেহ, ১৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে তারা।

মেজর আদনান কবির জানান, জেলেরা মৃতদেহটি সাগর-সৈকত বাহিনীর প্রধান আকাশ ওরফে রহিম ওরফে জামাইয়ের বলে শনাক্ত করেছে।

৩০ সেপ্টেম্বর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ