প্রচ্ছদ / খবর / ইলিশ ধরতে এসে আরও ১০৪ ভারতীয় জেলে আটক

ইলিশ ধরতে এসে আরও ১০৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকারের সময় ১০৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকা থেকে ৮টি ভারতীয় মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়।

মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক জেলেদের সন্ধ্যায় বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজে অবস্থিত নৌবাহিনীর ঘাটিতে আনা হয়েছে। রাতে তাদের মংলা থানায় হস্তান্তর করা হবে।

এরআগে সোমবার রাতে বঙ্গোপসাগরেরর ফেয়ারওয়ে এলাকায় ৫টি ট্রলারসহ ভারতীয় ৬১ জনকে আটক করে। আটক জেলেদের কাছ থেকে ৩ হাজার এক শ’ পিস মা ইলিশ জব্দ করেছিল নৌবাহিনী।

আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠান হয়েছে বলে জানান মঞ্জর এলাহী।

এনিয়ে গত ৪৮ ঘন্টায় ১৩টি ট্রলারসহ ১৬৫ ভারতীয় জেলেকে আটক করলো নৌবাহিনী।

প্রসঙ্গত, ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে এবার আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। গত বছর এ সময় ১১ দিন হলেও এবার ৪ দিন বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।

অভিযোগ আছে, নিষেধাজ্ঞার মধ্যে শত শত ভারতীয় জেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে প্রবেশ করে মাছ শিকার করছে।

৩০ সেপ্টেম্বর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ