প্রচ্ছদ / খবর / বাগেরহাটের শরণখোলায় সিডর দিবস পালিত

বাগেরহাটের শরণখোলায় সিডর দিবস পালিত

সিডরে নিহতদের স্মরণে শোক র‌্যালি, স্মরণ সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাগেরহাটের শরণখোলায় ‘সিডর দিবস’ পালিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। পরে তাফালবাড়ি কলেজিয়েট স্কুল মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ইউডিএমসি) সহ বিভিন্ন সংগঠন নিহতদের স্মরণে দোয়া-মোনাজাত, স্মরণসভা, মিলাদ মাহফিল, কাঙালী ভোজের আয়োজন করে।

আট বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর। সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। কেঁড়ে নেয় সহস্রাধিক প্রাণ। প্রতি বছর ১৫নভেম্বর আসলে স্বজন হারাদের হূদয় শোকে বিহ্বল হয়ে পড়ে।

সিডর আঘাত হানার পর থেকে উপকূলবার্সী প্রতিবছর নানা আয়োজনের ১৫ নভেম্বর সিডর দিবস হিসেবে পালন করে আসছে।

১৫ নভেম্বর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ