প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাটে ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

Bagerhat-Pic-(15-11-2015)উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিসহ ৪ দফা দাবিতে বাগেরহাটে ডিপ্লোমা মেডিকেল (ম্যাটস্) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাগেরহাট শাখার এ মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে বাগেরহাট মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) কয়েক’শ শিক্ষার্থী অংশ নেয়। পরে তারা বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবির স্বপক্ষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি, পুনরায় ইর্ন্টানী ভাতা চালু, ডিপ্লোমা মেডিকেল বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারী ভাবে ১০ম গ্রেড নিয়োগ প্রদান এবং সকল বেসরকারী হাসপাতাল ক্লিনিকে নিয়োগ বাধ্যতামুলক করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের করা হবে বলে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবু সাঈদ রায়হান, লিমন হোসেন, নিজাম উদ্দিন, সোনিয়া আক্তার, ঐশি প্রমুখ।

১৫ নভেম্বর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ