প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ভোক্তা অধিকার দিবস পালিত

বাগেরহাটে ভোক্তা অধিকার দিবস পালিত

বাগেরহাটে ভোক্তা অধিকার দিবসে র‌্যালী। ছবি: বাগেরহাট ইনফো।
বাগেরহাটে ভোক্তা অধিকার দিবসে র‌্যালী। ছবি: বাগেরহাট ইনফো।

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটি ও ক্যাবের উদ্যেগে শুক্রবার সকালে পুরাতন কোর্ট এলাকা থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চেম্বার ভবনের সামনে এসে শেষ হয়।

পরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি মিলানায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুঃ শুকুর আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) হাবিবুল হক খান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি মোঃ শাহজাহান মিনা, ক্যাবের সভাপতি সাংবাদিক বাবুল সরদার। এসমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, মুখার্জী রবিন্দ্র নাথ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সদস্য সচিব শুভ্রা দাস, খন্দকর আছিফ উদ্দিন রাখি, ক্যাবের সদস্য সচিব ডাঃ অরিন্দম দেবনাথ, শামীম হাসান, প্রমুখ।

About ইনফো ডেস্ক