প্রচ্ছদ / খবর / খানজাহান (রাঃ)-এর মাজারের প্রবেশ পথে গেটের নির্মান কাজের উদ্বোধন

খানজাহান (রাঃ)-এর মাজারের প্রবেশ পথে গেটের নির্মান কাজের উদ্বোধন

হযরত খানজাহান (রাঃ)-এর মাজারের প্রধান ফটকের গেটে নির্মানের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

শনিবার বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড়ে মাজারের প্রবেশ পথে এই গেট নির্মান কাজের উদ্বোধন করেন তিনি।

অত্যধুনিক এই (গেট) ফটকের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫ লক্ষ ৫১ হাজার ২২৫ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ উদ্দিন বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মহান সাধকদের মাজারের প্রধান ফটক গুলি দৃষ্টিনন্দন হলেও খানজাহান আলীর মাজারে তা ছিল না। তিনি আসাবাদ ব্যাক্ত করে বলেন, তার এ প্রচেষ্টা বাস্তবায়নে এগিয়ে আসে বাগেরহাট পৌরসভা ।

পৌর মেয়র খান হাবিবুর খান হাবিবুর রহমানের সভাপতিত্বে ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট ২ আসনের এমপি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মুঃ শুকুর আলী, পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহতেশামুল হক, ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ রশিরুল ইসলাম সহ আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা।

অনুষ্ঠান শেষে বাগেরহাট সার্কিট হাউজে দলীয় নেতা কমীদের সাথে সাংগঠনিক বিষয়ে বৈঠক করেন এমপি শেখ হেলাল উদ্দিন

About ইনফো ডেস্ক