প্রচ্ছদ / খবর / সুন্দরবনে আগুন: ধানসাগর স্টেশন কর্মকর্তা বরখাস্ত

সুন্দরবনে আগুন: ধানসাগর স্টেশন কর্মকর্তা বরখাস্ত

সুলতান মাহমুদবারবার আগুন লাগার ঘটনায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে বনবিভাগ।

বুধবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এই নিয়ে সুন্দরবনে আগুন লাগার ঘটনায় দায়ীত্বে অবহেলার অভিযোগে ধানসাগর স্টেশনের কর্মকর্তা-বনরক্ষীসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করলো বনবিভাগ।

বনের ধানসাগর স্টেশন এলাকায় গেল এক মাসে চার বার আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে ১৩, ১৮ ও ২৭ এপ্রিল তিন দফা আগুন লাগার জন্য বনবিভাগ স্থানীয় দুর্বৃত্তদের দায়ী করে আসছে।

২৭ মার্চ পরবর্তী ওই তিন আগুনের ঘটনায় সদ্য বরখাস্ত হওয়া বন কর্মকর্তা সুলতান মাহমুদ বাদী হয়ে বন আদালত ও থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলাও দায়ের করেন।

ডিএফও মো. সাইদুল ইসলাম বলেন, “সুন্দরবনে আগুনের ঘটনায় সুলতান মাহমুদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তার অবহেলার কারণে সুন্দরবনে ১৪ দিনের মধ্যে তিনবার আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।”

এ ঘটনার পর বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেনসহ বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

About অলীপ ঘটক