জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-তে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক এবং সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে খানজাহান আলী ডিগ্রি কলেজ।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে কলেজের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ সম্বর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা।
জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক খানজাহান আলী ডিগ্রি কলেজের গণিনত বিভাগের প্রভাষক সঞ্জয় দাস ও বাগেরহাট সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. হাদিউজ্জামানকে এ সংবর্ধনা দেওয়া হয়।
খানজাহান আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, কলেজের শিক্ষক কাউন্সিলের সভাপতি হেমায়েত হোসেন, বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম প্রমুখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More