বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাতে ২ জন নিহত ও একজন আহত হয়েছেন।
রোববার বিকেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সোনাখালী গ্রামের জবেদ আলীর ছেলে মনজু হাওলাদার (৩৫) ও রাজপাট গ্রামের আতিয়ারের স্ত্রী শাহিদা বেগম (২৫)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম আমাদেরকে জানান, বিকেলে নিহত মনজু হাওলাদার কাঁঠালতলার কাঠের দোকানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপর দিকে রাজপাট গ্রামের গৃহবধূ শাহিদা ঘরের বারান্দায় বের হলে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
Very sad ….