প্রচ্ছদ / খবর / বাগেরহাটে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

বাগেরহাটে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

BagerhatNews18.03 (2)১৮ দলের ডাকা টানা ৩৬ ঘন্টা প্রথম দিনে হরতালের সমর্থনে বাগেরহাটে সকাল থেকে বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

সকাল থেকে খুলনা-মাওয়া মহাসড়কের মুলঘর এলাকায় ও খুলনা-মংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় ১৮ দলীয় নেতা-কর্মীরা মহাসড়কের উপর অবস্থান নেয়। ফলে প্রায় ৩ ঘন্টা মহাসড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময়ে তারা বাগেরহাটে আটক ১৮ দলের সদস্য সচিবসহ কেন্দ্রিয় নেতাদের মুক্তির দাবীতে সে­াগান দেয়।

অপরদিকে সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ১৮ দলীয় নেতাকর্মীরা একটি হরতাল বিরোধী মিছিল রেব করে দশানী ট্রাফিক মোড় ঘুরে শহরের পুরাতন বাজার মোড়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পরে জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সমাবেশে ১৮ দলের নেতাকর্মীরা বক্তৃতা করেন।

হরতালে সকাল থেকে বাগেরহাটের মহাসড়ক ও আন্তঃরুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। বেলা বাড়ার সাথে সেথে শহরে কিছু ইজি বাইক ও রিক্সা চলাচল করতে দেখা যায়। তবে দুরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি বাগেরহাট থেকে।

এদিকে বাগেরহাটে পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, হরতাল সমর্থকদের যেকোন ধরনের নাশকতামুলক কর্মকান্ড ঠেকাতে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থায় রয়েছে।

হরতাল চলাকালে বাগেরহাটের কোথাও তেমন কোন অপ্রতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। সর্বত্র শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে।

About ইনফো ডেস্ক