প্রচ্ছদ / খবর / সুন্দরবন থেকে হরিণ উদ্ধার: আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুন্দরবন থেকে হরিণ উদ্ধার: আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

sundarban-bagerhatNewsপূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুভদিয়া ষ্টেশন এলাকা থেকে বুধবার ভোরে ফাঁদসহ ৩ টি হরিণ উদ্ধার করে বন বিভাগ। এ সময়ে হাতেনাতে ৩ চোরাকারবারীকে আটক করা হলেও বিশেষ সুবিধার বিনিময়ে ২ টি হরিণসহ আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় প্রতক্ষদর্শী বনজীবীদের মধ্যে ব্যাপোক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সুভদিয়া ষ্টেশন সংলগ্ন এলাকার একাধিক অভিযোগকারী জানান, বুধবার ভোরে ফাঁদসহ ৩ টি হরিণ এবং ৩ চোরকারবারীকে আটক করে বনবিভাগের ষ্টেশন কর্মকর্তা প্রল্লাহদ চন্দ্র রায়।
পরে বিশেষ সুবিদার বিনিময়ে ২ টি হরিণ ও ৩ চোরাকারবারীকে ছেড়ে দিয়ে একটি হরিণ ও ফাঁদ উদ্ধার করে নিয়ে আসেন তিনি।
এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের বনকর্মকর্তা আমির হোসাইন জানান, একটি হরিণ ও ফাঁদ উদ্ধারের কথা তিনি অবগত হয়েছেন। তবে তিনি বাকী হরিণ উদ্ধার ও আটক সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

About ইনফো ডেস্ক