সর্বশেষ
প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / রস সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে ১জনের মৃত্যু

রস সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে ১জনের মৃত্যু

বাগেরহাটের কচুয়ায় তালের রস গংগ্রহের সময় গাছ থেকে পড়ে শেখ শাহারাত (৩০)নামে এক গাছির মৃত্যু হয়েছে।

শাহারাত বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের আখির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, সকালে বাড়ির কাছে একটি তালগাছে ওঠার সময় নিচে পড়ে গিয়ে শাহারাত গুরুতর আহত হয়। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করের।

রস সংগ্রহ ও বিক্রয় করে তদের সংসার চালাত বলে জানায় তার পরিবার ।

About ইনফো ডেস্ক