প্রচ্ছদ / খবর / মুখোশধারীদের গুলিতে সুন্দরবনে বনজীবী নিহত

মুখোশধারীদের গুলিতে সুন্দরবনে বনজীবী নিহত

ইনজামামুল হক, বাগেরহাট ইনফো ডটকম:

বাগেরহাটে পূর্ব সুন্দরবনে মুখোশ পরা বন্দুকধারীদের গুলিতে এক বনজীবী নিহত হয়েছেন।

Bagerhat_District_Mapবুধবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরা পশর খালে এ ঘটনা ঘটে।

নিহত জগদীশ সরদার (৬৫) বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া গ্রামের মৃত হরষিৎ সরদারের ছেলে। তিনি পেশায় বনজীবী। সুন্দরবনে কাঠ সংগ্রহ কারি একটি দলের সঙ্গে কাঠ সংগ্রহে গিয়েছিলেন তিনি।

নিহতের ছেলে ঘটনার প্রত্যক্ষদর্শী জনি সরদার (২৮) জানান, তারা শেলাবুনিয়া সার্বজনীন গোবিন্দ মন্দিরের একটি অনুষ্ঠানের জন্য বুধবার সকালে ২০-২২ জন বন বিভাগের অনুমতি নিয়ে পূর্ব সুন্দরবনের মরা পশর এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহে যান। দুপুরে আকস্মিকভাবে ট্রলারে করে আসা তিন-চার জন মুখোশধারী তাদের উপর গুলি ছুঁড়ে এসময় জগদীশের ঘাড়ে গুলি লাগে।

জনি আরও জানান হামলাকারীরা যাবার সময় বলে যায়, ‘প্রতিপক্ষ ভেবে তারা ভুল করে গুলি চালিয়েছে’।

বাগেরহাটের মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, হাসপাতালে নেয়ার পথে বিকালে জগদীশ মারা যান। রাতে জগদীশের পরিবার লাশ বাড়ি নিয়ে যায়। দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষ হয়েছে।

About ইনফো ডেস্ক