স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ নাশকতা ও বিষ্ফোরক মামলার আসামী শিবিরের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কচুয়া সদর ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শেখ এনামুল কবির (৩৩) ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক।
কচুয়ার আড়িয়ামর্দন গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে এনামুল ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে মাস্টার্স শেষে চট্টগ্রামে চলে যান।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শিবির নেতা এনামুলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের সদর থানায় নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে। সম্প্রতি ঢাকা ও কিশোরগঞ্জে জঙ্গি হামলার পর গ্রেপ্তার এড়াতে এনামুল চট্টগ্রাম থেকে আত্মগোপণে চলে যান।
সাম্প্রতি গোপনে সে বাড়িতে এসেছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে এনামুল কবিরকে গ্রেপ্তার করে। তাঁকে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসআইএইচ/বিআই/২০ জুলাই, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More