প্রচ্ছদ / খবর / ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-Pic-1(20-07-2016)জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে বাগেরহাটের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে বাগেরহাট শহর সংলগ্ন ভৈবর নদের লোকাল বোর্ড ঘাটে রুই, কাতলাসহ বিভিন্ন দেশিও প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের এ সি লাহা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘জল আছে যেখানে-মাছ চাষ সেখানে’ স্লোগানে জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার গেীতম কুমার বিশ্বাস, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, মৎস্যজীবী নেতা ইদ্রিস আলী প্রমুখ।

এসআইএইচ/বিআই/২০ জুলাই, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ