নিউজ ডেস্ক | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের প্রথম এবং বৃহত্তম অনলাইন পোর্টাল বাগেরহাট ইনফো ডটকমে শিশু-কিশোরদের জন্য চালু হল নতুন বিভাগ ‘কচিকাঁচা’।
শিশু-কিশোররাই আগামী দিনের নেতৃত্ব। তাদের হাতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তাদের মেধা বিকাশ এবং সৃজনশীল কর্মকান্ড তুলে ধরবে নতুন এই বিভাগ।
শিশু-কিশোরদের লেখা গল্প, কবিতা, ছড়া প্রকাশের পাশাপাশি এই বিভাগ তাদের সুপ্ত জ্ঞানকে বিকশিত করতে এবং তাদের মতামত সবার কাছে তুলে ধরার একটি সহায়ক মাধ্যম হিসাবে কাজ করবে ‘কচিকাঁচা’ বিভাগ।
নিয়মিত ভাবে শিশু-কিশোরদের লেখা প্রকাশের মাধ্যমে ‘কচিকাঁচা’ হয়ে উঠতে চায় তারুণ্যের কন্ঠস্বর। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেকোন শিক্ষার্থী লেখা পাঠাতে পারবেন বাগেরহাট ইনফো ডটকমের এই নতুন বিভাগে।
পূর্ণাঙ্গ নাম, ঠিকানা (মোবাইল নম্বরসহ), বয়স, শিক্ষা প্রতিষ্ঠানের নামসহ লেখা পাঠাতে হবে info@bagethatinfo.com এই ঠিকানায়। লেখার উপরে লিখতে পারেন ‘কচিকাঁচা – বিভাগের জন্য’।
বাছাইকৃত লেখাগুলো নিয়োমিত ভাবে প্রকাশিত হবে বাগেরেহাট ইনফো ডটকম-এ।
এসআইএইচ/বিআই/০১ আগস্ট, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More