প্রচ্ছদ / খবর / মংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

মংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Mongla-Portমৌসুমী নিম্নচাপের ফলে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে মংলা বন্দরে পণ্য-মালামাল ওঠানামা বন্ধ রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝুঁকি এড়াতে বুধবার (১০ আগস্ট) সকাল থেকে বন্দর কর্তিপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

এদিকে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১টা থেকে বিদ্যুৎ বিছিন্ন রয়েছে উপকূলীয় জেলা বাগেরহাট।

ঝড়-বাতাসে বাগেরহাট শহরসহ বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ২টায় এই প্রতিবেদক লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বাগেরহাটের অধিকাংশ এলাকা।

মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আব্দুস ছালাম বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বর্তমানে বন্দরে ক্লিংকার, সার, কনটেইনারবাহীসহ মোট ৭টি জাহাজ রয়েছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কারনে এসব জাহাজের মাল উঠানামার কাজ বন্ধ রাখা হয়েছে।

বাগেরহাট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ পাল বলেন, শহরের বিভিন্ন এলকায় গাছ উপড়ে ও ডালপালা পড়ে বিদ্যুতের তারের উপর পড়ে আছে। রাত থেকে বিদ্যুত সংযোগ বন্ধ রাখা হয়।

বিকাল থেকে শহরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও পল্লী বিদ্যুৎ এলাকা গুলোতে বিদ্যুৎ সঞ্চলন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।

এজি/এসআই/বিআই/১০ আগস্ট, ২০১৬/আপডেট

About বাগেরহাট ইনফো নিউজ