প্রচ্ছদ / খবর / মংলা সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা শুরু

মংলা সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Mongla-Port-Pic-10-2015(03)বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর মংলা বন্দরে ফের পণ্য ওঠানামা শুরু হয়েছে।

ঝড়ো বাতাস কিছুটা কমায় বুধবার (১০ আগস্ট) বিকেল থেকে ফের মালামাল ওঠা নামা শুরু হয়।

টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে মঙ্গলবার রাত থেকে বুধবার (১০ আগস্ট) দুপুর পর্যন্ত মালামাল ওঠানামা বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ।

মংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আব্দুস ছালাম বলেন, তিন নম্বর সতর্কতা সংকেতের মধ্যেও মংলা বন্দরের কারর্যক্রম স্বাভাবিক থাকে। তবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি থাকায় মঙ্গলবার রাত ১১টা থেকে জাহাজে মাল ওঠা-নামার কাজ বন্ধ ছিল।

ঝড়ো বাতাস কিছুটা কমায় বিকেল থেকে বন্দরের কারর্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

এইচ/এসআই/বিআই/১০ আগস্ট, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ