প্রচ্ছদ / খবর / বাগেরহাটে নদীতে পড়ে কিশোরের মৃত্যু

বাগেরহাটে নদীতে পড়ে কিশোরের মৃত্যু

 স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-Voirob-rever-Munigongবাগেরহাটে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নাজমুল মোল্লা (১৩) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে ভৈরব নদের কেশবপুর গ্রামের স্লুইস গেটে এই দূর্ঘটনা ঘটে।

নাজমুল মোল্লা গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকার শামস মেনন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে দেপাড়া গ্রামের ৫/৬ জন ট্রলারে করে ভৈরব নদীর কেশবপুর গ্রামের স্লুইস গেটের সামনে মাছ ধরতে আসে। এসময় প্রচন্ড স্রোতের মাঝে ট্রলারটি কাত হয়ে গেলে নাজমুল মোল্লা ট্রলার থেকে পানিতে পড়ে যায়।

এসময় প্রবল স্রোত নাজমুলকে আকষ্কিকভাবে ভাসিয়ে নিয়ে গেলে স্লুইস গেটের পেতে রাখা জালে আটকে যায়। পরে স্থানীয় লোকজন স্লুইস গেটের পেতে রাখা জাল তুলে অচেতন অবস্থায় উদ্ধার করে নাজমুলকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা ওই চিকিৎসক।

এজি/এসআই/বিআই/০১ সেপ্টেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ