প্রচ্ছদ / খবর / বহুজাতিক সামরিক মহড়া শেষে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ গোমতি মংলা বন্দরে

বহুজাতিক সামরিক মহড়া শেষে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ গোমতি মংলা বন্দরে

পাকিস্তানে সামরিক মহড়া শেষে মংলায় ফিরে এসেছে বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ গোমতি।
পাকিস্তানে সামরিক মহড়া শেষে মংলায় ফিরে এসেছে বাংলাদেশ নৌ বাহিনীর  যুদ্ধ জাহাজ গোমতি।

পাকিস্তানের করাচিতে বহুজাতিক সামরিক মহড়া এক্সারসাইজ আমান শেষে শুক্রবার সকালে মংলা নৌ ঘাটিতে ফিরে এসেছে বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ বি.এন গোমতি।

এ সময় নৌ বাহিনীর পদস্থ কর্মকর্তারা নাবিকদের স্বাগত জানান।

সমুদ্র সীমায় সংঘটিত সন্ত্রাসী তৎপরতা, অপরাধের বিরুদ্ধে সম্মিলিত ঐক্য প্রদর্শণ, আঞ্চলিক দেশ সমূহের মধ্যে শান্তি ও স্থিতিশীল সম্পর্ক উন্নয়নে অবদান ও বিভিন্ন দেশের নৌ বাহিনীর মধ্যে সেতু বন্ধন তৈরির উদ্দেশ্যে গত ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে বহুজাতিক সামরিক মহড়া।

উল্লেখ, গত ১৮ ফেব্রুয়ারী  মংলা নৌঘাটি থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় এ জাহাজটি। পাকিস্তানের করাচীতে ৫ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, তুরস্ক, মিশর, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানসহ বিশ্বের ১৭টি দেশের নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ অংশগ্রহণ করে।

পাকিস্তানের করাচীতে ৫ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, তুরস্ক, মিশর, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানসহ বিশ্বের ১৭টি দেশের নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ অংশ্র গ্রহণ করে।

মহড়ায় যুদ্ধ জাহাজ গোমতির অধিনায়ক কমান্ডার এম মইনুল হাসানের নেতৃত্বে সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তাসহ ৬৮ জন নাবিক বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

About ইনফো ডেস্ক