প্রচ্ছদ / খবর / কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্ন: ৮ যানবাহনকে জরিমানা

কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্ন: ৮ যানবাহনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-Fakirhat-Pic(7-09-2016)Mobil-Courtহাইড্রোলিক হর্ন ব্যবহার ও কালো ধোঁয়া নির্গমণের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে বাগেরহাটে ৮ যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার ফকিরহাট উপজেলার স্যামবাগাত এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ৮টি যানবাহন ও এক দোকানীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাটের নির্বাহী হাকিম এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও মো. ফারুক আল মাসুদ।

ইরফান উদ্দিন আহমেদ বলেন, কালো ধোঁয়া নির্গমন ও হাইড্রোলিক হর্ণ ব্যাবহারের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ৮টি যানবাহকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০০৯ অনুয়ায়ী ২৩ হাজার টাকা এবং একই আইনে পলিথিন বিক্রির অপরাধে এক দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

৯টি পৃথক মামলায় জরিমানার সমুদয় অর্থ আদায় হয়েছে এবং উদ্ধারকৃত প্রায় দুই কেজি পলিথিন ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইচ/এসআই/বিআই/০৭ সেপ্টেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ