প্রচ্ছদ / খবর / সুন্দরবনে আরও ১২ জেলে অপহৃত

সুন্দরবনে আরও ১২ জেলে অপহৃত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

sundorbon-Picসুন্দরবনের দুধমুখি ও ভাইজোড়া খাল এলাকা থেকে অন্তত ১২ জেলেকে অপহরণ করেছে ‘বনদস্যু’ জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের দুধমুখি ও ভাইজোড়া খালে এ অপহরণের ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

এনিয়ে চলতি সপ্তাহের জাহাঙ্গীর ও সাগর বাহিনীর সদস্যরা সুন্দরবনে মাছ শিকার করতে যাওয়া ৫৫ জেলেকে অপহরণ করলো।

স্থানীয় জেলেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে ওই দুই খালে মাছ ধরতে যাওয়া জেলেদের ওপর হামলা চালায়। এ সময় তারা জেলেদের মারধর করে মাছ, জ্বালানি তেলসহ মালামাল লুটে নেয় এবং বিভিন্ন নৌকা থেকে অন্তত ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি সুন্দরবন সংলগ্ন খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশনস্) লেফটেন্যান্ট এম ফরিদউজ্জামান খান জানান, স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জেলে অপহণের খবর পেয়ে অপহৃতদের উদ্ধারের কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া সংলগ্ন ধানসিদ্ধির চর এলাকা থেকে দুই দফায় ২৩ ও ২০ জেলেকে অপহরণ করে সাগর ও জাহাঙ্গীর বাহিনির দস্যুরা। যাদের অনেকেই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

এইচ/এসআই/বিআই/১৬ সেপ্টেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ