প্রচ্ছদ / খবর / ফকিরহাটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে কারারক্ষী নিহত

ফকিরহাটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে কারারক্ষী নিহত

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার কানারপুকুর তৈয়ব আলীর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান (৩০) গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী। তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।

দুর্ঘটনায় আহতরা হলেন- গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার আবু সায়েম (৪৮) ও কারারক্ষী জিয়াউল (৩২)।

বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজি বলেন, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফাল্গুনি পরিবহণের একটি যাত্রীবাহী বাস শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিপরীতি দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মূখোমূখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক আহসানের মৃত্যু হয়।

গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার আবু সায়েম কারারক্ষী আহসান ও জিয়াউলকে নিয়ে ওই প্রাইভেটকারে করে গোপালগঞ্জ থেকে বাগেরহাট যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত জেলার আবু সায়েমকে খুলনা মেডিকেল হাসপাতাল এবং কারারক্ষী জিয়াউলকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

এজি/এসআই/বিআই/১৭ সেপ্টেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ