স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
‘আলোর পাখিরা ফিরবেই’ – স্লোগানে ৫০ বছর পূর্তি উৎসব পালন করল বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বর্ণিল সাজে র্যালিটি শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে আমলাপাড়া বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে প্রদীপ প্রজ্বলন ও ফানুষ উড়িয়ে উৎসব পালন করে।
প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের পরিষদ ‘এক্স-স্টুডেন্ডস্ ফোরাম আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়’ এই উৎসবের আয়োজন করে।
১৯৬৬ সালে শহরের আমলাপাড়া এলাকায় বিদ্যালয়টির প্রতিষ্ঠার সময় এর নাম ছিল আমলাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। পরবর্তিতে এর নাম করণ করা হয় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট।
এইচ/এসআই/বিআই/১৫ সেপ্টেম্বর, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More