প্রচ্ছদ / খবর / আমলাপাড়া বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব বৃহস্পতিবার

আমলাপাড়া বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব বৃহস্পতিবার

নিউজ ডেস্ক । বাগেরহাট ইনফো ডটকম

50years-celebratation-preparation-amlaparaবাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব আজ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ উৎসবের আয়োজন করেছে এক্স স্টুডেন্ডস্ ফোরাম আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়।

সকাল ৯টায় উৎসব র‌্যালি শেষে ৯টা ৩০ মিনিটে দিনব্যাপি উৎসবের উদ্বোধন করা হবে।

উৎসব উদযাপন কমিটি জানায়, বাগেরহাট আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব ২০১৬ উপলক্ষে আয়োজন করা হয়েছে বৈচিত্র্যময় অনুষ্ঠান মালা। যার মধ্যে রয়েছে স্মৃতিচারণ, আড্ডা, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন, ফানুষ উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ।

সকাল ও বিকাল দুই পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মাননা প্রদান করা হবে আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দোলোয়ার হোসেন স্যারকে।

সন্ধ্যা সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে উৎসব উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও ফানুষ উড্ডয়ন করা হবে।

৫০ বছর পূর্তি উৎসব ২০১৬ উদযাপন কমিটির সদস্য সচিব সেখ সাকির হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে এই অনুষ্ঠান সূচি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বিদায়ী জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমসহ বিদ্যালয় সংশ্নিষ্টদের অতিথি করা হয়েছে।

সাকির হোসেন বলেন, উৎসবের সকল প্রস্ততি এরই মধ্যে শেষ হয়েছে। দেশ এমনকি প্রবাস থেকেও প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে এসেছেন উৎসবে অংশ নিতে।

বিগত ৫০ বছরে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের নবীন-প্রবীন হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণে মিলন মেলায় পরিনত হবে এই উৎসব; এমন প্রতাশা আয়োজন কর্তিপক্ষের।

এইচ/এসআই/বিআই/১৫ সেপ্টেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ