প্রচ্ছদ / খবর / ফকিরহাটে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু

ফকিরহাটে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু

ফকিরহাট করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-district-mapবাগেরহাটের ফকিরহাটে বিথিকা চক্রবর্তী (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

বিথিকা চক্রবর্তী ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের শান্তনু চক্রবর্তীর স্ত্রী। তাদের দুটি শিশু সন্তান আছে।

বিথিকার স্বামীর পরিবারের পক্ষ থেকে বিষ পানে আত্মহত্যার কথা বলা হলেও নিহতের ভাই হত্যার অভিযোগ করেছেন।

মামাতো ভাই পরমেশ চক্রবর্তীর অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমার বোনের উপর কারনে-অকারনে অমানশিক নির্যাতন করত তার শ্বশুর বাড়ির লোকেরা। দুই শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে সে মুখ বুজে সব সহ্য করত।

‘সাংসারিক বিরোধের কারণে তাকে বিষ খাইয়ে হত্য করা হয়েছে।’

ফকিরহাট মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান  বলেন, বিথিকা চক্রবর্তী নামে এক নারী বিষ পানে আত্মহত্যা করেছে, এমন খবরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে পাওয়া হত্যার অভিযোগটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে।

এফবি/এসআই/বিআই/২১ সেপ্টেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ