পশ্চিম সুন্দরবনের কয়রা থেকে চারটি ট্রলার বোঝাই বিপুল পরিমাণ সুন্দরী গাছসহ ৬ চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে: কমান্ডার শরিফুল ইসলাম খান জানান, সুন্দরবনের কয়রা ষ্টেশন সংলগ্ন পাইকগাছা এলাকা থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গেওয়া গাছ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে চারটি ট্রলার বোঝাই প্রায় ২ হাজার ঘনফুট গেওয়া ও সুন্দরী গাছ জব্দ কর তারা।
এছাড়া এসময় ৬ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড। আটক ব্যক্তিরা হলেন- হযরত আলী, মোশারেফ, সালাম, মামুন, আলমগীর ও মোসলেম সরদার।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালমাল ও পাচারকারীদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এ দিকে পূর্ব সুন্দরবনের বগী স্টেশন সংলগ্ন বলেশ্বর নদ থেকে পাচারকালে একটি ট্রলারসহ ৭০ ঘনফুট নিষিদ্ধ সুন্দরী কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার আনুমানিক রাত ১২টার দিকে শরণখোলা রেঞ্জের সন্ন্যাসী ভ্রাম্যমান দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খানের নেতৃত্বে বনরক্ষী ও শরণখোলা কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে কাঠ বোঝাই ট্রলারটি জব্দ করে।
এসময় ট্রলার চালক নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায় । ট্রলারসহ কাঠের মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানান ওই কর্মকর্তা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More