প্রচ্ছদ / আরও... / কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-free-helth-camp-pic-25-11বাগেরহাটের কচুয়ায় দিনব্যপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফেমিনিজম বাংলা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার গোপালপুর ক্রিসেন্ট ক্লাব মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খান মনিরুল ইসলাম।

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন আদ্র, বন্ধুনীড় ও হিউম্যানিটিস সোসাইটি এবং ঢাকাস্থ কচুয়া ফাউন্ডেশনের সহায়তায় এ দিন তিন শতাধিক নারী ও শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

এছাড়া স্থানীয় পাঁচ শতাধিক দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ বিতরণ করে সংগঠনগুলো।

গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খান শহিদুজ্জামান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কচুয়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সরদার জাহিদুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন পরিষিদের (ইউপি) চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিক, ফেমিনিজম বাংলা সভাপতি ডা. সকির ইবরাহিম, ডা. নাজিয়া বিনতে আলমগীর (গাইনি), ডা. কামরুন নাহার মিনু, ডা. মাহমুদা আক্তার, হাসিবুর রহমান তোতা প্রমুখ।

এসময় বক্তারা, সরকারের পাশাপাশি অসহায় ও দরিদ্রদের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এইচ/এসআই/বিআই/২৫ নভেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ