প্রচ্ছদ / খবর / শরণখোলায় পুলিশ পরিচয়ে ডাকাতি, তরুণীকে অপহরণ

শরণখোলায় পুলিশ পরিচয়ে ডাকাতি, তরুণীকে অপহরণ

এ ঘটনায় শনিবার (৭ জানুয়ারি) বিকালে ৯ জনের নাম উল্লেখ করে শরণখোলার থানার একটি মামলা হয়েছে বলে জানান ওসি আব্দুল জলিল।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার গভীর রাতে পুলিশ পরিচয়ে একদল লোক শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের শাহ আলম দুলুর বাড়িতে ঢুকে। এ সময় গৃহকর্তা দুলু ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে তার কলেজপড়ুয়া মেয়েকে অপহরণ করে তারা।

আহত দুলু (৫৭) ও তার স্ত্রী আঞ্জুমান আরাকে (৪৮) শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহ আলম দুলু জানান, ২০১৫ সালের ২৯ জানুয়ারি তার মেয়ের সঙ্গে স্থানীয় এক যুবকের বিয়ে হয়েছিল। পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এ নিয়ে একটি মামলাও চলছে।

ওই যুবকই এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন শাহ আলম। মামলায় সবুর আকন নামে ওই যুবককে প্রধান আসামী করা হয়েছে।

এইচ/এসআই/বিআই/০৭ জানুয়ারি, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ