স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে মাহেন্দ্রের ধাক্কায় শহীদুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা নির্বাচন কার্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বিক্ষুব্দ শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে জড়ো হয়ে বাগেরহাট-খুলনা সড়কের সড়ক অবরোধ করে। এসময় প্রায় পৌনে এক ঘন্টা এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে মাহেদ্র চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বাগেরহাট সদর উপজেলার নাটোইখালি গ্রামের সোবাহান শেখের ছেলে শহীদুল ইসলাম খানজাহান আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সকাল সাড়ে নয়টায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ক্লাস শুরু হয়। শহীদুল বাসস্টান্ড থেকে পায়ে হেঁটে কলেজে আসছিল। পথে জেলা নির্বাচন কার্যালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্র তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পর পথচারী দুই যুবক শহীদুলকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে কলেজের সাধারণ শিক্ষার্থীরা খানজাহান আলী ডিগ্রী কলেজের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, কলেজ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে কলেজ শিক্ষার্থীরা বাগেরহাট-খুলনা সড়ক অবরোধ করে রাখে। পরে গিয়ে পুলিশ মাহেন্দ্র চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে।
এইচ/এসআই/বিআই/২৪ জানুয়ারি, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More