প্রচ্ছদ / খবর / ধর্ম নিয়ে কটূক্তি: মংলায় ২ আনসার সদস্য গ্রেপ্তার

ধর্ম নিয়ে কটূক্তি: মংলায় ২ আনসার সদস্য গ্রেপ্তার

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মংলা বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার আজোগোড়া গ্রামের রতন রায়ের ছেলে রমেশ রায় (২৫) ও মাগুরার শালিথা উপজেলার দড়িছোলা গ্রামের পরিতোষ মন্ডলের ছেলে লক্ষণ মণ্ডল (২৭)।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ইসলাম ধর্ম নিয়ে পার্থ সারথী বাসুদেব শ্রীকৃষ্ণ নামের একটি ফেইসবুক আইডিতে মুসলমানদের কটুক্তি করে একটি স্ট্যাটাস দেওয়া হয়। গত ২৩ জানুয়ারি সকাল নয়টা তিন মিনিটে ওই স্ট্যাটাসটি নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করে ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেন  রমেশ ও লক্ষ্মণ।

তাদের দেয়া ওই স্ট্যাটাস ভাইরাল হয়ে ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বৃহষ্পতিবার বিষয়টি নজরে এলে মংলা বন্দরে কর্মরতরা তাদের আটক  করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, তাদের ওই দেয়া স্ট্যাটাস যাচাই বাছাই করা হচ্ছে।

এ ঘটনায় রাতে মংলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন বাদী হলে তথ্য প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন বলেও জানান তিনি।

এজি/এসআই/বিআই/২৬ জানুয়ারি, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ