প্রচ্ছদ / খবর / মাদক বিক্রি ও সেবনের দায়ে দু’জনের সাজা

মাদক বিক্রি ও সেবনের দায়ে দু’জনের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

মাদক বিক্রি ও সেবনের দায়ে বাগেরহাট সদরে নারীসহ দুই জনকে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ডেমা ও যাত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন।

দণ্ডপ্রাপ্তরা হলো- বাগেরহাট সদরের ডেমা এলাকার রাজু সরদারের স্ত্রী তানজিলা বেগম (২৮) ও যাত্রাপুর এলাকার প্রয়াত আক্কেল মৃধার ছেলে তাইজুল ইসলাম (৪১)।

জেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমা গ্রামে অভিযান চালিয়ে ৭ পুরিয়া গাঁজাসহ তানজিলা বেগম এবং গাঁজা সেবন কালে যাত্রাপুর বাজার থেকে তাইজুলকে আটক করা হয়। পরে মাদক দ্রব্য বিক্রি ও সংরক্ষনের দায়ে তানজিলা বেগমকে ৬ মাস এবং মাদক সেবনের দায়ে তাইজুলকে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০-এর আওতায় অভিযুক্ত ব্যক্তিদের ওই সাজা দেওয়া হয়।

এইচ/এসআই/বিআই/০৯ মার্চ, ২০১৭
** মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

About বাগেরহাট ইনফো নিউজ