প্রচ্ছদ / খবর / অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী

অগ্নিনির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

কমিউনিটি সেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে বাগেরহাটে অগ্নিনির্বাপন, উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট স্টেশন অফিসে তিন দিনব্যাপী এ প্র্রশিক্ষণ কোর্সের শেষ হয়েছে।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার।

দূর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি কর্তব্য বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক সেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ প্রশিক্ষণের আয়োজিত করে। কোর্সে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন অর্ধশত শিক্ষার্থী কমিউনিটি সেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এইচ/এসআই/বিআই/১২ মার্চ, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ