প্রচ্ছদ / খবর / বাগেরহাটে জাটকা ইলিশ জব্দ

বাগেরহাটে জাটকা ইলিশ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ২২৮টি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালাত।

রোববার (১২ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন।

এসময় আহরণ ও বিক্রয় নিষিদ্ধ জাটকা ইলিশ মজুদ ও বিক্রির দায়ে দু’জনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসাবাটি এলাকার জাকির হোসেন (৩৮) ও আমলাপাড়া এলাকার আলী আঁকবার (৫৫)। তাদেরকে দুইশ’ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন জানান, বাগেরহাট মাছ বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন অভিযোগে দুপুরে অভিযান চালানো হয়। এসময় বাজারের দুজন বিক্রেতার কাছ থেকে ২২৮ পিস জাটকা জব্দ করা হয়।

পরে তাদের সতর্ক করে দুইশ’ টাকা করে অর্থদণ্ড করা হয়। জব্দকৃত জাটকা বাগেরহাট সরুই এতিমখানায় প্রদান করা হয়েছে।

মা ইলিশ ও জাটকা সংরক্ষণে এখন থেকে জেলা প্রশাসন নিয়োমিত ভাবে অভিযান চালাবে বলে জানান তিনি।

Image may contain: one or more people, people standing, tree and outdoorএদিকে, একই আদালত খুলনা-বাগেরহাট সড়ক ও পুরতন ফকিরহাট-বাগেরহাট সড়কে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনে অর্থদণ্ড প্রদান করেছে।

অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করায় খুলনা বাগেরহাট রুটের একটি বাসকে এক হাজার টাকা এবং দুটি মাহেন্দ্রকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহননে শৃঙ্খলা আনতে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে জেলা প্রশাসনের চলা নিয়োমিত অভিযানের অংশ হিসাবে এই ভ্রাম্যামণ আদালত পরিচালনা করা হয় বলে জানান নাজিম উদ্দিন।

এইচ/এসআই/বিআই/১২ মার্চ, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ