প্রচ্ছদ / খবর / বাগেরহাটে স্বাধীনতা দিবস উদযাপিত

বাগেরহাটে স্বাধীনতা দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম

যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

রোববার (২৬ মার্চ) সকালে শহরের দশানীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

এদিকে সকাল ৮টায় শহরের শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানিকভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কুচকাওয়াজের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে বাগেরহাট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে।

পরে বাগেরহাট জেলা স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। দিনটি উপলক্ষে জেলা প্রশাসানের পাশাপাশি বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এজি/এসআই/বিআই/২৬ মার্চ, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ