প্রচ্ছদ / খবর / নিষিদ্ধ পিরানহা ও জাটকা জব্দ, দু’জনের জরিমানা

নিষিদ্ধ পিরানহা ও জাটকা জব্দ, দু’জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম

Image may contain: one or more people, people standing and foodবাগেরহাটের একটি মৎস্য আড়ৎ থেকে ২২০ কেজি জাটকা ও ১০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ মার্চ) ভোর ৪টার দিকে শহরের কেবি মৎস্য আড়তে হানা দিয়ে বিক্রয় নিষিদ্ধ ওই মাছ জব্দ কর হয়। এসময় দুই মাছ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নাজিম উদ্দিন এ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, নিষিদ্ধ পিরানহা ও জাটকার একটি চালান আসছে বাগেরহাটে। এমন গোপন খবরে সোমবার ভোরে কেবি মৎস আড়তে অভিযানে যাই। এসময় জাটকা ইলিশ ও নিষিদ্ধ পিরানহাসহ দুই মাছ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

Image may contain: foodপরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য আইনে কচুয়ার বাধাল এলাকার সত্তার আলী সরদারকে (৬৫) ৫০ হাজার টাকা ও শহরের বাসাবাটি এলাকার মো. মিনহাজ হোসেনকে (৪০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত জাটকা ইলিশ আটটি এতিমখানায় দেওয়া হয়েছে এবং পিরানহা মাছগুলোকে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

এইচ/এসআই/বিআই/২৭ মার্চ, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ