প্রচ্ছদ / খবর / ভেজাল প্রসাধনী জব্দ, ২ লাখ টাকা জরিমানা

ভেজাল প্রসাধনী জব্দ, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের একটি প্রতিষ্ঠানে অভিযান চলিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের লেবেল যুক্ত বিপুল পরিমানের ভেজাল ও নকল প্রসাধন সামগ্রী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে শহরের বনিকপট্টি এলাকায় ‘সানন্দা এন্টারপ্রইজ’ নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযানকালে এসব জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিক আশিস কুমার দত্তকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালতের বিচারক বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, সিটিজেনস ভয়েস অফ বাগেরহাট নামে ফেসবুক গ্রুপে নাগরিক অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এসময় লক্ষাধিক টাকার ভেজাল ও নকল প্রসাধন সামগ্রী জব্দ করা হয় এবং মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত প্রসাধনীগুলো বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এইচ/এসআই/বিআই/০৩ এপ্রিল, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ