প্রচ্ছদ / খবর / রেকর্ড রুমে দালালির দায়ে মোহরারের জেল

রেকর্ড রুমে দালালির দায়ে মোহরারের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

জমি পর্চা তুলতে রেকর্ড রুমে দালালির দায়ে অসীম কুমার পাল (৩৭) নামে এক আইনজীবীর সহকারীকে (মোহরার) এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত অসীম কুমার পাল বাগেরহাট পৌরসভার হাড়িখালী এলাকার প্রয়াত কানাইলাল পালের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, রেকর্ড রুমের কর্মরত হাসিবুর রহমান নামে এক ব্যাক্তির সঙ্গে যোগসাজসে অসীম পাল সাধারণ মানুষের জমির পর্চা তুলে দিতে দালালি করছিলো, এমন অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে ওই মোহরারকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০ টাকা ফি’র পর্চা তুলতে সাধারণ মানুষের কাছ থেকে ২ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।

অসীম পালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এইচ//এসআই/বিআই/১০ এপ্রিল, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ