প্রচ্ছদ / খবর / বাগেরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বাগেরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া হায়দার চৌধরী, সদর উপজেলার সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো. কবির হোসেন, জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার প্রমুখ।

সভায় জানানো হয়, বর্তমানে বাগেরহাট জেলায় মাছের বার্ষিক চাহিদা ২৯ হাজার ২০০ মেট্রিকটনের বিপরীত উৎপাদন হচ্ছে ৪৮ হাজার ৪৩৭ মেট্রিকটন। এছাড়া জেলায় চিংড়ির বার্ষিক গড় উৎপাদন ৩১ হাজার ৫৭৫ মেট্রিকটন।

এইচ//এসআই/বিআই/১৮ জুলাই, ২০১৭

Space
For Advertisement

About বাগেরহাট ইনফো নিউজ