প্রচ্ছদ / খবর / শুরু হল ৮ম বাগেরহাট জেলা কাব ক্যাম্পুরী

শুরু হল ৮ম বাগেরহাট জেলা কাব ক্যাম্পুরী

বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম বাগেরহাট জেলা স্বাধীনতা কাব ক্যাম্পুরী।

ছবি:ইনজামামুল হক
ছবি: ইনজামামুল হক।

জেলার নয়টি উপজেলা থেকে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পৌনে তিন শত কাব স্কাউটার এবং ৭৫ জন শিক্ষক, কর্মকর্তা ও সেচ্ছাসেবক অংশ গ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্পুরী ।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন শুক্রবার বিকেলে এই ক্যাম্পুরী উদ্বোধন করেন।

স্বাধীনতা কাব ক্যাম্পুরী প্রধান ও জেলা স্কাউটস কমিশনার হায়দার আলী বাবু জানান, বাংলাদেশ স্কাউটস এর নতুন কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতি চার বছর পর উপজেলা থেকে বাছাই কৃত কাব দল নিয়ে জেলা পর্যায়ে এই ক্যাম্পুরী আয়োজন করা হয়। এ বছরের নির্ধারিত কর্মসূচি ২৭ মার্চ শুরু হবার কথা থাকলেও হরতালের কারণে দু’দিন কমিয়ে আনা হয়েছে।

ছবি:ইনজামামুল হক

বাগেরহাটের জেলা প্রশাসক ও এই ক্যাম্পুরীর উপদেষ্টা মো: শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান।

স্বাধীনতা কাব ক্যাম্পুরীতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন জেলা স্কাউটস এর সহ-সভাপতি অধ্যাপক শেখ বুলবুল কবীর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোরেলগঞ্জ উপজেলা থেকে আগত কাব শিশুদের পরিবেশনায় মনোঘ্য ডিসপ্লেতে ফুটিয়ে তোলা হয় আবাহমান বাংলার ঐতিহ্য।

আগামী ৩১ মার্চ শেষ হবে “বিশুদ্ধ খাবার খাবো-সুস্থ জীবন গড়বো” স্লোগান নিয়ে শুরু হওয়া ৮ম বাগেরহাট জেলা কাব ক্যাম্পুরী।

//আহাদ হায়দার ও অলীপ ঘটকের সহায়তায় ইনজামামুল হক//

About ইনফো ডেস্ক