প্রচ্ছদ / খবর / বাগেরহাটে লাইসেন্সবিহীন ৫ করাতকলকে জরিমানা

বাগেরহাটে লাইসেন্সবিহীন ৫ করাতকলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে লাইসেন্স বিহীন পাঁচটি করাতকলকে (স’মিল) ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ জরিমানা করে।

বিচারক শাহরিয়ার মুক্তার বলেন, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুলকাঠি বাজার এলাকায় অভিযানকালে লাইসেন্স বিহীন ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সে অবৈধভাবে করাতকল পরিচালনা করা ৫ ব্যক্তিকে আটক করা হয়। পরে করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ৫টি করাতকল মালিককে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত একই সঙ্গে লাইসেন্স বিহীন করাতকলগুলোকে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া এবং মেয়াদ উর্ত্তীণদের লাইসেন্স নবায়ন করতে নির্দেশ দিয়েছেন।

এইচ//এসআই/বিআই/০৪ মে, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ