স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) দুপুরে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে এই ঘটনা ঘটে।
এরা হল- আট্টাকী গ্রামের হোটেল মালিক মো. ইলিয়াস হোসেনের সাড়ে তিন বছর বয়সী মেয়ে নুসরাত ও একই গ্রামের মটর মেকানিক রুবেল শেখের চার বছর বয়সী মেয়ে রুবাইয়াৎ। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
বাড়ির উঠানে খেলতে খেলতে দুপুরের দিকে তারা পুকুরে পড়ে যায়।
নুসরাতের বাবা ইলিয়াস হোসেন বলেন, দুই বোন বোন বাড়ির উঠানে খেলছিল। সবার অজান্তেই তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়।
‘উঠানে না দেখে আশেপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের না পেলে পুকুরে নেমে তল্লাশি শুরু করি। পুকুর থেকে উদ্ধারের পর ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
ফকিরহাট থানার ওসি মো. বজলুর রহমান বলেন, পরিবারের অসাবধনতায় পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে।
এইচ//এসআই/বিআই/০৮ জুলাই, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More