স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে মহিলা আওয়ামী লীগকে।
এইচ//এসআই/বিআই/১৮ জুলাই, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More