প্রচ্ছদ / খবর / ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করবে সরকার’

‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করবে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কোন মুক্তিযোদ্ধাকে আর গৃহহীন থাকতে হবে না, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকার জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি আবাসনের ব্যবস্থা করবে।

বুধবার (২ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে যথেষ্ট দূরদর্শী এবং সহনশীল। তিনি দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছেন। আগামী বছর থেকে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধরে গৌরবউজ্জল স্মৃতি এবং পাক হানাদার বাহিনীর পৈশাচিকতার ন্যাক্কারজনক ইতিহাস লিপিবব্ধ করা হবে।

পরে তিন জেলার শরণখোলা ও কচুয়া উপজেলা এবং বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময়ে তার সঙ্গে ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায় প্রমুখ।

এইচ//এসআই/বিআই/০২ আগস্ট, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ