প্রচ্ছদ / খবর / বাগেরহাটে সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সভা

বাগেরহাটে সাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ স্লোগানে বাগেরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।

এ উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সাংসদ অ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল প্রমুখ।

মোল্লাহাট: দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে মোল্লাহাট উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মিয়া পারভেজ আলম, মো. কবির আহম্মেদ প্রমুখ।

এইচ//এসআই/বিআই/০৮ সেপ্টেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ