প্রচ্ছদ / খবর / অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিককে জরিমানা

অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট সদরের একটি খাল থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদরের বেমতা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল হাফিজ এ অর্থদণ্ড করেন।

শেখ আনোয়ার কলাবাড়িয়া গ্রামের সৈয়েদ শেখের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিক বলেন, বেমতা ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খালে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন ওই ব্যক্তি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পরে সরকারি আইন লঙ্ঘন করে খাল থেকে বালু উত্তোলনের দায়ে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।  একই সাথে খনন যন্ত্র জব্দ করা হয়।

এরআগে, বাজারমূল্যের অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকার এক সার বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন একই আদালত।

ইউএনও বলেন, যাত্রাপুর বাজারের এলাহী ভান্ডারের মালিক শাহ আলম বিভিন্ন প্রকার সারের কেজিপ্রতি ১০ টাকা করে বেশি নিচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ওই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এজি//এসআই/বিআই/২৬ সেপ্টেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ