প্রচ্ছদ / খবর / ভারতের ১৮৩ গাড়ি নিয়ে জাহাজ মংলা বন্দরে

ভারতের ১৮৩ গাড়ি নিয়ে জাহাজ মংলা বন্দরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

প্রথম বারের মত নৌপথে ভারত থেকে ১৮৩টি গাড়ি নিয়ে মংলা বন্দরে এসে পৌঁছেছে একটি জাহাজ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে জাহাজটি মংলা বন্দরে নোঙর করে।

মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. সোহাগ বলেন, ২০১৫ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি অনুযায়ী ১৮৩টি ট্রাক (চেসিস) নিয়ে এমভি আইডিএম ডুডল নামে ভারতীয় জাহাজটি চেন্নাই বন্দর থেকে মংলা এসে পৌঁছে।

তিনি বলেন, প্রথমবারের মত গাড়ি নিয়ে ভারতীয় কোনো জাহাজ জেটিতে নোঙর করেছে। এ গাড়ির রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের অশোক লে-ল্যান্ড এবং আমদানিকারক বাংলাদেশের ইফাদ অটোস লিমিটেড।

অশোক লে-ল্যান্ডের আঞ্চলিক ব্যবস্থাপক তন্ময় মিত্র বলেন, চেন্নাই থেকে মংলা বন্দর দিয়ে গাড়ি আমদানির ফলে আগের তুলনায় সময় খরচ দুইটাই বাঁচবে। তাছাড়া এদেশের আমদানিকারকদেরও অল্প সময়ের মধ্যে ভারতীয় গাড়ি সরবরাহ করা যাবে।

ইফাদ অটোস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান মানিক বলেন, আগে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতীয় গাড়ি আমদানি করা হত।এতে সময় বেশি লাগত এবং অনেক সময় গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হত। গাড়ি আমদানিতে জলপথ বেছে নেওয়ায় সবাই লাভবান হবে।

খুলনা চেম্বার অব কমার্সের সদস্য এইচ এম দুলাল বলেন, কোস্টাল শিপ অ্যাগ্রিমেন্টের আওতায় জাহাজটি মংলা বন্দরে এসেছে।

এজি//এসআই/বিআই/০২ নভেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ